পণের বলি গৃহবধূ! অভিযোগের তির স্বামীর দিকে
পণের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে পুখুরিয়া থানার শ্রীপুর দুই নম্বর পঞ্চায়েতের বড়াইল গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায়।
মৃত গৃহবধূর নাম আখলেমা বিবি (২১)। স্বামী মহম্মদ মুশা আলি, পেশায় সাইকেল মিস্ত্রি। বাড়ি পুখুরিয়া থানার শ্রীপুর পঞ্চায়েতের বড়াইল গ্রামে। গত তিন বছর আগে তাঁদের বিয়ে হয়। গৃহবধূর বাবার বাড়ির লোকেদের অভিযোগ, বিয়ের পর প্রায় এক বছর পর থেকেই অতিরিক্ত পণের দাবি করে স্বামী মুশা আলি ও তার পরিবারের লোকেরা। এই নিয়ে আখলেমার ওপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকেরা। গত কয়েকদিন থেকে সেই অত্যাচার চরম আকার ধারণ করে। বৃহস্পতিবার রাতে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেরা ব্যাপক মারধর করে ওই গৃহ বধূকে। তারপর শ্বাসরোধ করে খুন করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয় আখলেমা বিবিকে। রাতেই বাবার বাড়ির লোকেদের ফোন করে জানায়, তাঁদের মেয়ে আত্মঘাতী হয়েছে। শুক্রবার সকালে দেহটি উদ্ধার করে পুখুরিয়া থানার পুলিশ। বাবার বাড়ির লোকেদের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments