দশ দিনের মধ্যে চুরি সাব মার্সিবল পাম্প। পানীয় জলের অভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা। চাঁচল থানার খরবার রানীপুরের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ক্ষিপ্ত এলাকাবাসীরা খরবা পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ছিলেন চাঁচল থানার খরবার রানীপুরের বাসিন্দারা। ১০ দিন আগে একটি সাব মার্সিবল পাম্প বসিয়ে পানীয় জলের ব্যবস্থা করা হয়। আজ সকালে স্থানীয় বাসিন্দারা পানীয় জল নিতে গিয়ে দেখেন পাম্প চুরি হয়ে গিয়েছে। এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসীরা। ক্ষিপ্ত বাসিন্দারা খরব ফাঁড়িতে অভিযোগ জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জলের অপর নাম জীবন। কিন্তু সেই পানীয় জলের পাম্প চুরির ঘটনায় মাথায় চিন্তার ভাঁজ পড়েছে এলাকাবাসীর।
Comments