top of page

নরেন্দ্র মোদীর পাকিস্তানি বোনের একান্ত সাক্ষাৎকার

Updated: Sep 17, 2020

জন্ম তাঁর পাকিস্তানের করাচী শহরে। বিবাহ হয়েছে গুজরাটের আমেদাবাদ শহরের এক বিখ্যাত চিত্রকরের সঙ্গে। অর্থাৎ বৈবাহিক সূত্রে তিনি বর্তমানে ভারতীয় নাগরিক। কিন্তু তাঁর একটা অন্যরকম পরিচয় আছে। তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তানি বোন। প্রত্যেকবার নরেন্দ্র মোদীকে তিনি নিজের হাতে রাখি পরান।



নরেন্দ্র মোদীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি তিনি যথেষ্ট আশাবাদী। সেই সঙ্গে দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরির বিভিন্ন সমাজসেবামূলক কাজের প্রতি আগ্রহে তাঁকে সমর্থন জানাতে মালদায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তানি বোন কামার মোহসিন শেখ। মালদায় এক বেসরকারি হোটেলে আমাদের মালদা’র প্রতিনিধিকে তিনি এক একান্ত সাক্ষাৎকার দিয়েছেন। শুনে নেব তার সাক্ষাৎকারের অংশবিশেষ।

留言


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page