আধার কার্ড নিয়ে বচসা, ভাইকে কুপিয়ে খুন!
আধার কার্ড নিয়ে বচসার জেরে ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের ফুলবাড়িয়া গ্রামপঞ্চায়েতের বিন্দুপাড়া এলাকায়।
মৃত যুবকের নাম মিঠুন চৌধুরি (২২)। মিঠুন ভিনরাজ্যে শ্রমিকের কাজ করত। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে সে ভিনরাজ্য থেকে ফেরে। অভিযোগ, গতকাল মিঠুনের নিজের আধার কার্ড আনতে দিদা মতিয়া চৌধুরির কাছে গিয়েছিল। কিন্তু মিঠুনের দাদা রঞ্জিত চৌধুরি ও দিদা আধার কার্ড দিতে রাজি হয়নি। এনিয়ে তাদের মধ্যে গণ্ডগোল শুরু হয়। সেই সময় বাড়িতে থাকা ধারালো অস্ত্র দিয়ে রঞ্জিত ভাইকে এলোপাথাড়ি কোপ মারে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মিঠুন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইংরেজবাজার থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়। এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত রঞ্জিত পলাতক।
[ আরও খবরঃ জমি থেকে যুবতির মৃতদেহ উদ্ধার, অনুমান ধর্ষণ করে খুন! ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments