মালদা টাউন স্টেশন পরিদর্শনে যাত্রী সুরক্ষা কমিটির প্রতিনিধি দল
যাত্রী সুরক্ষা খতিয়ে দেখতে মালদা টাউন ও নিউ ফরাক্কা স্টেশন পরিদর্শন করল ভারতীয় রেলের যাত্রী সুরক্ষা কমিটির প্রতিনিধি দল। ওয়েটিং রুম, পানীয় জল, স্টেশনে থাকা বিভিন্ন স্টল, খাবারের গুনগত মান এবং দাম খতিয়ে দেখে তিন সদস্যের প্রতিনিধি দল।
ওই প্রতিনিধি দলে ছিলেন শিবরাজ কাশীনাথ গন্ধর্ব, বেবি চাংকি ও জয় নাগওয়ানি। পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন মালদা টাউন স্টেশন ম্যানেজার দিলীপকুমার চৌহান, মালদা ডিভিশনের সহকারী ম্যানেজার, ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকরা।
শিবরাজ কাশীনাথ গন্ধর্ব জানান, মালদা ডিভিশনের ভাগলপুর, জামালপুর স্টেশন থেকে শুরু করে আজ নিউ ফরাক্কা ও মালদা টাউন স্টেশন পরিদর্শন করা হয়েছে। মালদা স্টেশনে দুটি শৌচাগারে কিছু সমস্যা দেখতে পেয়েছি। রেলের ক্যাটারিং স্টলেও কিছু বিষয় উঠে এসেছে। চায়ের মান নিয়েও প্রশ্ন রয়েছে। ফু়ড প্লাজা সহ কয়েকটি স্টল থেকে যাত্রীরা খাবারের বিল পাচ্ছিলেন না। এনিয়ে সতর্ক করতে চারটি স্টলকে ফাইন করা হয়েছে। দুর্ঘটনা রুখতে স্টেশন কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
ความคิดเห็น