top of page

দুপুরে মালদা থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিল বিশেষ ট্রেন

স্টেশনে স্টেশনে পৌঁছোতে শুরু করেছে আরপিএফ সহ আধা সামরিক বাহিনী এনআরসি আর সিএএ বিরোধী আন্দোলনে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর-দক্ষিণের মধ্যে রেল যোগাযোগ৷ এখনও ৪-৫ দিন সময় লাগবে মেন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে, জানিয়েছেন রেল কর্তৃপক্ষ৷ ভবিষ্যতে এমন আন্দোলন রুখতে স্টেশনে স্টেশনে পৌঁছোতে শুরু করেছে আরপিএফ সহ আধা সামরিক বাহিনী৷ মালদার হরিশ্চন্দ্রপুর, ভালুকা রোড, মালদা টাউন সহ একাধিক স্টেশনে পৌঁছে গেছে অতিরিক্ত আরপিএফ বাহিনী৷ তবে আজ জেলার কোথাও থেকে কোনও অশান্তির খবর আসেনি৷ যদিও ট্রেন না পেয়ে এখনও মালদা টাউন স্টেশনে আটকে রয়েছে অনেক যাত্রী৷ মালদার ডিআরএম যতীন্দ্র কুমার জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে৷ তবে যা অবস্থা, তাতে আরও ৪-৫ দিন সময় লেগে যাবে ট্রেন চলাচল স্বাভাবিক করতে। এদিকে আজ দুপুরে মালদা থেকে শিয়ালদা যাওয়ার জন্য একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে পূর্ব রেল৷ দুপুর ১২.৪০ মিনিটে মালদা থেকে ট্রেনটি শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়েছে৷


মালদা স্টেশন সূত্রে জানা গেছে, আগামী অন্তত ১৫ দিন অসমগামী রেল পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে


কেন্দ্রীয় দুই আইনের প্রতিবাদে আগুন জ্বলছে গোটা দেশে৷ সেই বিক্ষোভের আঁচ পড়েছে মালদার মতো প্রান্তিক জেলাতেও৷ বিভিন্ন জায়গায় রেল স্টেশন সহ ট্রেন পোড়ানো হয়েছে৷ ব্যাপক ক্ষতি করা হয়েছে রেল যোগাযোগ ব্যবস্থার৷ পোড়ানো হয়েছে একাধিক সরকারি ও বেসরকারি বাসও৷ হরিশ্চন্দ্রপুর ও ভালুকা রোড স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা৷ তারা ভালুকা স্টেশনের সামনে প্রায় ১০০ মিটার রেল লাইন উপড়ে দেয়৷ সেই লাইন এখনও মেরামত করা যায়নি৷ মালদা ডিভিশনের অধীনে থাকা মুর্শিদাবাদের বেশ কিছু অংশেও রেল লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে৷ ডিআরএম যতীন্দ্র কুমার জানিয়েছেন, এনআরসি আর সিএএ বিরোধী আন্দোলনে মালদা ডিভিশনের অন্তর্গত রেল স্টেশন ও লেভেল ক্রসিং-এর ক্ষতির পরিমাণ প্রায় ২৫ কোটি। এছাড়া আরও ২২ কোটি টাকা ক্ষতি হয়েছে রেলের কোচ নষ্ট করার দরুন। তাঁরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন৷কিন্তু রেলকর্মীরা সময়মত ক্ষতিগ্রস্ত এলাকায় যেতে পারছেন না৷ তাঁরা বাধার মুখে পড়ছেন৷ সবার কাছে তাঁদের আবেদন, বিক্ষোভের নামে সাধারণ মানুষ যেন সরকারি সম্পত্তি নষ্ট না করে৷তাতে মানুষকেই বেশি ভুগতে হবে৷



এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় মালদা স্টেশনে আটকে পড়েছে অনেক যাত্রী৷ তাদের কেউ কেউ সড়কপথে নিজেদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছে৷ আবার অনেকে ট্রেনের জন্যই স্টেশনে অপেক্ষা করছে৷ সাধারণ মানুষ শুধু নয়, এর মধ্যে রয়েছেন সেনাকর্মীরাও৷ মালদা স্টেশন সূত্রে জানা গেছে, আগামী অন্তত ১৫ দিন অসমগামী রেল পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে৷ আজও উত্তর থেকে দক্ষিণগামী সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে৷

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page