আকাশ থেকে টাকার বৃষ্টি, কুড়োতে হিড়িক হবিবপুরের গ্রামে
এ যেন স্প্যানিশ ক্রাইম থ্রিলার। ব্যাংক অফ স্পেনে ঢোকার আগে আকাশ থেকে যেমন টাকার বর্ষণ হয়েছিল, তেমন পরিমাণে না হলেও দফায় দফায় নাকি টাকার বর্ষণ হয়েছে হবিবপুরের গ্রামে। আর টাকা কুড়োতে হিড়িক দেখা দিয়েছে সাত থেকে সত্তরের। এমন ঘটনার কথা শুনে অবাক হয়েছেন খোদ বিডিও।
ঘটনাটি হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ানগাছি গ্রামের৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, সোমবার সন্ধে থেকে নাকি ওই গ্রামের একটি নির্দিষ্ট জায়গায় আকাশ থেকে টাকার বৃষ্টি পড়ছে৷ সোমবারের পর মঙ্গলবারও সকাল থেকেও নাকি একই ঘটনা৷ দফায় দফায় আকাশ থেকে টাকা ঝড়ে পড়ছে। টাকা কুড়োতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কাও দেখা দিয়েছে। অনেকেই টাকা কুড়িয়েছেন। বেশিরভাগই কয়েন। তবে ভারতীয় নোটের বৃষ্টিও হয়েছে।
এক গ্রামবাসী মিতুল সরকার বলছেন, সোমবার সন্ধে থেকে রাত সাড়ে ন’টা পর্যন্ত কখনও এক বা দু’টাকার কয়েন, কখনও ৫ - ১০ টাকার কয়েনও আকাশ থেকে পড়ছিল৷ একটি বাচ্চা ছেলে ২০০ টাকার নোটও পেয়েছে৷ মঙ্গলবার সকাল সাতটা থেকে ফের শুরু৷ যেখানে এই ঘটনা ঘটছে, সেখানে দুটো গাছ ছাড়া আর কিছু নেই৷ এই খবর চাউর হতেই সময় গড়ানোর সঙ্গে সঙ্গে টাকা কুড়োতে ভিড় বেড়েছে ওই এলাকায়। তবে ওই কয়েন বা টাকা কোথা থেকে পড়ছে, তা বুঝে উঠতে পারেননি কেউই।
ঘটনার কথা শুনে হতবাক হবিবপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল৷ তিনি জানান, সোমবার সন্ধে থেকে এই ঘটনা ঘটছে তা জানা ছিল না। ওই এলাকায় যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয়, তার জন্য পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছি। এই রহস্য উন্মোচন করতে বিজ্ঞান মঞ্চের সাহায্য নেওয়া হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments