top of page

নতুন বছরে মালদা হয়ে ছুটবে রাজধানী এক্সপ্রেস

আগামী তিন মাসের মধ্যে মালদা পেতে চলেছে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস। মালদা টাউন স্টেশনে পরিকাঠামো পরিদর্শনে এসে একথা জানালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা।


Rajdhani-Express-will-run-through-Malda-in-next-3-months
আগরতলা থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস সপ্তাহে একদিন করে মালদা দিয়ে চলবে

গতকাল মালদা ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমারকে সঙ্গে নিয়ে মালদা ডিভিশনের বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আজিমগঞ্জ থেকে মালদা টাউন স্টেশন পর্যন্ত বিভিন্ন পরিকাঠামো পরিদর্শন করা হয়েছে। সব কিছুই খুব সুন্দর রয়েছে। খুব তাড়াতাড়ি মালদা দিয়ে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগরতলা থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস সপ্তাহে একদিন করে মালদা দিয়ে চলবে। তবে তার জন্য তিন মাস অপেক্ষা করতে হবে৷ ইতিমধ্যে আগামী তিন মাসের জন্য ওই ট্রেনের টিকিট বুকিং হয়ে গিয়েছে।



জেনারেল ম্যানেজার আরও জানান, করোনার জন্য বাতানুকূল শ্রেণিতে যাত্রীদের বেডরোল দেওয়া বন্ধ রয়েছে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক হচ্ছে। আমরা ফের বেডরোল চালু করার চেষ্টা করছি। তবে এটা আগের মতো নাও হতে পারে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page