করোনা কাটিয়ে ফের মালদা মাতবে রামকেলি মেলায়
মাঝে করোনার জেরে স্তব্ধ থাকার পর কার্যত দুই বছর পর ফের আয়োজিত হতে চলেছে ঐতিহ্যবাহী রামকেলি মেলা। এই মেলা নিয়ে আজ দুপুরে জেলা প্রশাসনিকভবনে বৈঠক করা হয়। উপস্থিত ছিলেন, জেলাশাসক রাজর্ষি মিত্র, অতিরিক্ত জেলাশাসক (জেলাপরিষদ) বিশ্বজিৎ বারিক, বিধায়ক তথা মালদা জেলাপরিষদের সহকারী-সভাধিপতি চন্দনা সরকার, ডিএসপি প্রশান্ত দেবনাথ, ইংরেজবাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরি, জেলা তথ্য-সংস্কৃতি দফতরের আধিকারিক শাশ্বতী সাহা, মালদা মার্চের চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক, পুলিশ আধিকারিক সহ মেলা কমিটির সদস্যরা।
উল্লেখ্য, গত দুই বছর করোনা পরিস্থিতিতে বন্ধ ছিল ঐতিহ্যবাহী রামকেলি মেলা। এবছর করোনা কাটিয়ে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে রামকেলি মেলা। আগামী ১৪ জুন প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিক উদ্বোধন হবে রামকেলি মেলার। সাতদিন ধরে চলবে এই মেলা। এদিনের বৈঠকে রামকেলি মেলার নিরাপত্তা, পুলিশ প্রশাসনের ভূমিকা, সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
[ আরও খবরঃ কংগ্রেস শ্রমিক সংগঠনের অফিস দখলের চেষ্টার অভিযোগ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments