top of page

রামকেলিতে চৈতন্যদেবের আরও একটি মূর্তি উন্মোচিত হল

আজ থেকে প্রায় ৫০৫ বছর আগে মালদার গৌড়ে পা রেখেছিলেন শ্রী চৈতন্যদেব। মাত্র তিনদিনের মধ্যে তিনি প্রচুর ভক্তের ভালোবাসা পেয়েছিলেন। তাঁদের মধ্যে অন্যতম রূপ ও সনাতন গোস্বামী। পরবর্তীতে এই দুই চৈতন্যদেবের শিষ্য সনাতন ধর্মের প্রচারে নিজেদের নিয়োজিত করেন।



চৈতন্যদেবের মালদায় আগমনকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে রামকেলিতে মেলা বসে। তিন ধরে চলা এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসেন। আগামীকাল থেকে এই মেলা শুরু হবে।

আজ রামকেলিতে শ্রী চৈতন্যদেবের আরও একটি মূর্তি উন্মোচন করলেন ইংরেজবাজারের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ। বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এই তীর্থস্থান হল গুপ্ত বৃন্দাবন। বৃন্দাবনে বৈষ্ণবরা যেভাবে নিজেদের জীবন সঙ্গিনী বেছে নিতেন, এখানেও একসময় সেই ভাবেই নিজেদের জীবনসঙ্গিনী পেতেন বৈষ্ণবরা। সেই থেকেই বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এই রামকেলি গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত।



Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page