top of page

ফিরহাদ ও শুভেন্দুকে সাথে নিয়ে মনোনয়ন দাখিল তৃণমূলের

Updated: Sep 17, 2020

দলের দুই শীর্ষ নেতার উপস্থিতিতে মনোনয়ন দাখিল করলেন উত্তর ও দক্ষিণ মালদা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী। এদিন মৌসম নূর ও মোয়াজ্জেম হোসেনের মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে মিছিলের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। দলীয় কর্মীদের উৎসাহ দিতে মিছিলে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী ও ফিরহাদ হাকিম।


রাজ্যে ৪২টি আসনেই তৃণমূল জয়লাভ করবেঃ ফিরহাদ হাকিম

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম জানান, রাজ্যে ৪২টি আসনেই তৃণমূল জয়লাভ করবে। সিপিএম-কংগ্রেস একত্রিত হয়ে বিজেপিকে সাহায্য করছে। রাজ্যে বিজেপিকে রুখতে পারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে দিল্লিতে পৌঁছে দেবেন।


অন্যদিকে দুই প্রার্থী মৌসম নূর এবং মোয়াজ্জেম হোসেন জানান, আজ দলীয় কর্মীদের উচ্ছ্বাস এবং বিপুল সংখ্যক জমায়েত প্রমাণ করেছে দুটি আসনেই তাঁরা জয়লাভ করবেন।


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page