স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ হবে
সাহাপুর ও মুচিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তের বুথগুলি পরিদর্শন করলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের পুলিশ অবজারভার অরুণ কুমার৷ সাহাপুর, মুচিয়ার সঙ্গে তিনি হবিবপুর ব্লকের সীমান্তবর্তী এলাকাগুলিও পরিদর্শন করেন৷
যেসব বুথ স্পর্শকাতর কিংবা সমস্যা রয়েছে, সেই সমস্ত বুথে অতিরিক্ত নিরাপত্তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হবে৷
আজ দুপুরে সাহাপুর ও মুচিয়া গ্রাম পঞ্চায়েতের ইন্দো-বাংলা সীমান্ত এলাকার বুথগুলি ঘুরে দেখেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের পুলিশ অবজারভার অরুণ কুমার৷ সঙ্গে ছিলেন মালদা থানার আইসি শান্তিনাথ পাঁজা ও সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা৷ পরে তিনি জানান, তিনি এই এলাকার পুলিশি ব্যবস্থার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখলেন৷ সঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকাও পরিদর্শন করেন৷ এই এলাকায় যেসব বুথ স্পর্শকাতর কিংবা সমস্যা রয়েছে, সেই সমস্ত বুথে অতিরিক্ত নিরাপত্তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হবে৷ জেলা প্রশাসন যেভাবে বুথের স্পর্শকাতরতা নিয়ে তালিকা তৈরি করেছে, সেই হিসাবেই কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হবে৷ তবে সীমান্ত এলাকার সব বুথই স্পর্শকাতর হিসাবে তিনি মনে করছেন৷
Comments