Search
ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন ভোট কর্মীরা
- আমাদের মালদা ডিজিট্যাল
- Apr 22, 2019
- 1 min read
Updated: Sep 17, 2020
আগামীকাল মালদার দুই কেন্দ্রের সঙ্গে মোট পাঁচটি কেন্দ্রে তৃতীয় দফার নির্বাচন হবে৷মালদার দুটি কেন্দ্রের জন্য পাঁচটি স্ট্রং রুম এবং ডিসিআরসি তৈরি করা হয়েছে৷ উত্তর মালদা কেন্দ্রের ডিসিআরসি করা হয়েছে শহরের মালদা কলেজ, হরিশ্চন্দ্রপুর, চাঁচল ও মালতিপুরে৷ অন্যদিকে, দক্ষিণ মালদা কেন্দ্রের পাঁচটি বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি করা হয়েছে মালদা পলিটেকনিকে৷ ফরাক্কা ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি রয়েছে মুর্শিদাবাদ জেলায়৷
সকাল থেকেই ভোট কর্মীরা বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। নিজের নিজের ভোটের সামগ্রী মিলিয়ে নিয়ে ভোটকর্মীরা রওয়ানা হচ্ছেন ভোটকেন্দ্রের দিকে। এবার ভোটের বেশ কিছু মহিলাকর্মী প্রথমবারের জন্য ভোট নিতে যাচ্ছেন।
Comments