নির্বাচনের আগে বাজিমাত কী তৃণমূলের?
মালদা জেলার দুটি লোকসভা আসনেই তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানাল কিষাণজাতি সেবা সমিতি। শনিবার নারায়ণপুরে একটি হোটেলে এক সাংবাদিক বৈঠকে এই কথা জানালেন মালদা জেলার তৃণমূল পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, গত পঞ্চায়েত নির্বাচনে কিষান জাতি সেবা সমিতি তাঁদের প্রার্থী দিয়েছিল। রতুয়া, মানিকচক ইত্যাদি ব্লকে প্রায় ৫৪টি গ্রাম পঞ্চায়েতের আসন ও ৬টি পঞ্চায়েত সমিতির আসনে তাঁরা জয়লাভও করেন। এরপর কোনও আবেদন ছাড়াই পঞ্চায়েতে বোর্ড গঠনে তাঁরা আমাদের সমর্থন জানায়। আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ।
আলাদা জাতিসত্তার দাবি কিষাণজাতি সেবা সমিতির
আজ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী আরও বলেন, আগামী ২৩ এপ্রিল মালদা জেলার দুটি লোকসভা আসনে নির্বাচন৷ আমাদের দলের কাছে খুব খুশির খবর, উত্তরবঙ্গে কিষাণজাতি সেবা সমিতি কাছে উত্তর ও দক্ষিণ মালদা কেন্দ্রে সমর্থনের জন্য আমরা আবেদন রেখেছিলাম৷ উত্তর ও দক্ষিণ মালদা কেন্দ্রে তাঁদের ১ লক্ষ ৬০ হাজার ভোটার রয়েছেন৷ এঁরা সকলে সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা তৃণমূলকে ভোট দেবেন৷ এর প্রচার তাঁরা ইতিমধ্যে শুরু করেছেন৷ এই ভোট আমাদের পক্ষে আসার ফলে এবার এই জেলার দুটি আসন জেতার বিষয়ে আমরা আরও আশাবাদী৷
আজ শুভেন্দুবাবুর সাথে উপস্থিত ছিলেন কিষাণজাতি সেবা সমিতির সভাপতি তারকচন্দ্র দাস, সম্পাদক অসিতকুমার মণ্ডল সহ আরও অনেক কিষাণজাতি নেতৃত্ব৷ তারকবাবু বলেন, ২০১১ সাল থেকে আলাদা জাতিসত্তার দাবি সহ অন্যান্য দাবি নিয়ে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছি৷ আবেদনে সাড়া দিয়ে সেইসব কাজও শুরু হয়েছে৷ উত্তর ও দক্ষিণ মালদায় আমাদের ১ লক্ষ ৬০ হাজার ভোট রয়েছে৷ আমরা ইতিমধ্যেই নিজেদের সমর্থকদের কাছে তৃণমূলকে সমর্থনের কথা প্রচার করছি৷
Comments