#RanangDehi মুকুলের বক্তব্য
কংগ্রেস কিংবা তৃণমূল নয়, চর্চায় এখন বিজেপি৷ কারা হবেন এই জেলার দুই কেন্দ্রের বিজেপি প্রার্থী, সেই আলোচনায় এখন পেয়ালায় তুফান৷ আজ সকাল পর্যন্ত উত্তর মালদা কেন্দ্রের আলোচনায় ছিলেন দল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেওয়া সিপিএম বিধায়ক খগেন মুর্মু৷ কিন্তু তিনি প্রার্থী হলে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়তে পারে দলে৷ সেক্ষেত্রে সুবিধাজনক অবস্থায় থাকা জেলার দুই কেন্দ্র হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল৷ বিশ্বস্ত সূত্রে খবর, এই বার্তা জেলা বিজেপির পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয় দলের শীর্ষ নেতৃত্বের কাছে৷ এরপরেই নাকি নড়েচড়ে বসেছে দলের শীর্ষ নেতৃত্ব৷ তেমনটাই আভাস পাওয়া যাচ্ছে জেলা বিজেপি মহলে৷
এবার হাওয়া তো আরও ভালো৷ তবে প্রার্থীর জন্য খুচরো পয়সার প্রয়োজন নেই৷ বাজারে এখন খুচরো পয়সা বেড়ে গেছে৷
তাহলে উত্তর মালদায় প্রার্থী কে হবেন? বিজেপি সূত্রে খবর, সেখানে স্থানীয় কাউকেই প্রার্থী করতে চাইছে দলের জেলা নেতৃত্ব৷ তিনি রাজনীতিতে আনকোরা, অথবা পঞ্চায়েত নির্বাচন থেকে চেনা মুখ হলেও কোনও সমস্যা নেই৷ দলের জেলা সভাপতি সঞ্জিৎ মিশ্রর বক্তব্য এক্ষেত্রে সোজাসাপটা৷ ওই কেন্দ্রে ল্যাম্পপোস্টকে প্রার্থী করলেও তাঁরা জিতবেন৷ মানুষের ঘরে ঘরে পদ্ম পৌঁছে গেছে৷ মানুষ এখন সময়ের দিকে তাকিয়ে৷ ভোটটা দিতে হবে৷ শুধু উত্তর মালদা নয়, দক্ষিণ মালদা কেন্দ্রেও একই ছবি৷ একথা যেন কেউ না ভুলে যায়, ২০১৪ সালে দক্ষিণ মালদায় বিজেপি প্রার্থী দ্বিতীয় স্থানে ছিলেন৷ তিনি কোনও নামজাদা মুখ ছিলেন না৷ দলের একজন সাধারণ কর্মীকে সেখানে প্রার্থী করা হয়েছিল৷ আর এবার হাওয়া তো আরও ভালো৷ তবে প্রার্থীর জন্য খুচরো পয়সার প্রয়োজন নেই৷ বাজারে এখন খুচরো পয়সা বেড়ে গেছে৷ সবাই নাকি বিজেপিতে আসতে চায়৷ তারা দলে আসতেই পারে৷ কিন্তু সাধারণ কর্মী হিসাবে কাজ করতে হবে৷
তাহলে কি গতবারের প্রার্থীকে এবারও দক্ষিণ মালদা কেন্দ্রে দাঁড় করানো হচ্ছে৷ এখনও তার জবাব নেই গেরুয়া শিবিরের মালদা জেলা সেনাপতির কাছে৷ তিনি কেন্দ্রীয় নেতৃত্বের দিকে তাকিয়ে৷ কবে প্রকাশ করা হবে প্রার্থী তালিকা৷ কিন্তু দিল্লির জল যেদিকে গড়াচ্ছে, তাতে রাজনৈতিক মহল মনে করছে, বিজেপি একবারে রাজ্যের ৪২টি আসনের প্রার্থী ঘোষণা করবে না৷ ধাপে ধাপে সেই তালিকা ঘোষণা করা হবে৷ কারণ, প্রতিদিনই বিভিন্ন দল থেকে নেতারা যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে৷ আজও তার ব্যতিক্রম হয়নি, আগামীকালও হবে না৷
তাই মুকুল রায়ের কথায় বলতেই হয়, এ তো ট্রেলার হ্যায়৷ পিকচার আভি বাকি হ্যায়৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments