top of page

তৃণমূল অন্যের ঘরে ঢিল মারা বন্ধ করুক: সঞ্জিত

পেট্রোল পাম্প কোনও সরকারি প্রতিষ্ঠান নয়। বেসরকারি কোম্পানি। সেখানে নরেন্দ্র মোদীর পোস্টার থাকতেই পারে। কাচের ঘরে থেকে অন্যের ঘরে ঢিল মারা বন্ধ করুক তৃণমূল। তৃণমূলের করা নির্বাচনের আচরণ-বিধি ভঙ্গের অভিযোগকে এইভাবেই কটাক্ষ করলেন বিজেপি জেলা সভাপতি সঞ্জিত মিশ্র।


ব্যক্তিগতভাবে কেউ প্রধানমন্ত্রীর পোস্টার লাগাতে পারে: সঞ্জিত

আজ সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস জেলা বিজেপি'র বিরুদ্ধে নির্বাচনের আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তোলেন। তিনি বলেন, জেলার একাধিক পেট্রোল পাম্পে এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টার লাগানো। এটি আচরণ-বিধি ভঙ্গের মধ্যে পড়ে। ইতিমধ্যে তাঁরা এনিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।

বিজেপি'র জেলা সভাপতি সঞ্জিত মিশ্র তৃণমূলের অভিযোগকে উড়িয়ে দিয়ে বলেন, পেট্রলপাম্প কারও ব্যক্তিগত থাকতেই পারে। সেখানে ব্যক্তিগতভাবে কেউ প্রধানমন্ত্রীর পোস্টার লাগাতে পারে। এটা আচরণ-বিধির মধ্যে পড়ে না। তৃণমূল কাচের ঘরে থেকে অন্যের ঘরে ঢিল মারা বন্ধ করুক।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page