top of page

ফের ভোটকর্মীদের আন্দোলন৷ ক্ষণিকের জন্য স্তব্ধ মালদা শহর

নির্বাচন কমিশন নিরাপত্তার আশ্বাস দিলেও তাতে সন্তুষ্ট নন ভোটকর্মীরা৷ প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আজ ফের সোচ্চার হলেন তাঁরা৷ নিজেদের দাবিতে আজ তাঁরা শহরের বৃন্দাবনি ময়দান সংলগ্ন এলাকায় জমায়েত করেন৷ সেখান থেকে একটি মিছিলও বের করেন তাঁরা৷ শহর ঘুরে মিছিল শেষ হয় প্রশাসনিক ভবন চত্বরে৷ এরপর তাঁরা জেলা নির্বাচন আধিকারিককে নিজেদের লিখিত দাবিপত্র পেশ করেন৷



সাফ কথা, এই দাবি মানা না হলে তাঁরা ভোটগ্রহণেই যাবেন না৷

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন ভোটকর্মীরা৷ নির্বাচন কমিশন ও জেলা নির্বাচন আধিকারিক তাঁদের পর্যাপ্ত নিরাপত্তার লিখিত প্রতিশ্রুতিও দিয়েছেন৷ কিন্তু সেই আশ্বাসে সন্তুষ্ট নন তাঁরা৷ তাঁদের বক্তব্য, প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে কী হয়, গতকাল প্রথম পর্যায়ের ভোটেই তার প্রমাণ মিলেছে৷ সেখানে বুথে থাকা ভোটকর্মীরা নিরাপত্তার অভাবে কথা বলতেও পারেননি৷ বুথের মধ্যে এবং বাইরে রীতিমতো সন্ত্রাস চালিয়েছে দুষ্কৃতীরা৷ তাঁরা নির্বাচন কমিশনের কাছে নিজেদের কোনও সুবিধের দাবি জানাননি৷ শুধুমাত্র নিজেদের এবং ভোটারদের নিরাপত্তার দাবিতে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছেন৷ তাঁদের সাফ কথা, এই দাবি মানা না হলে তাঁরা ভোটগ্রহণেই যাবেন না৷ ভোটের কোনও কাজও করবেন না৷ তাতে কমিশন কিংবা প্রশাসন তাঁদের বিরুদ্ধে যা ইচ্ছে ব্যবস্থা নিতে পারে৷ তাঁরা প্রস্তুত রয়েছেন৷


গান্ধিমূর্তির তলদেশ থেকে আজ শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন ভোটকর্মীরা৷ সেই মিছিলের ফলে ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যায় সন্ধের মুখরিত শহর৷

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page