top of page

ভোটদানে উৎসাহী করতে ব্লকে ব্লকে ট্যাবলো

Updated: Apr 8, 2023

আসন্ন লোকসভা নির্বাচনে সাধারণ ভোটার ও প্রতিবন্ধী ভোটারদের সচেতন করতে ১৫ টি ব্লকের জন্য ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য। শনিবার সকাল সাড়ে ১১ টা নাগাদ, সবুজ সংকেত দিয়ে মালদা জেলা প্রশাসনিকভবন চত্বরে ট্যাবলোগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাশাসক।


সবুজ সংকেত দিয়ে মালদা জেলা প্রশাসনিকভবন চত্বরে ট্যাবলোগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাশাসক

কৌশিকবাবু বলেন, সাধারণ ভোটার এবং প্রতিবন্ধী ভোটারদের সচেতন করতে প্রতিটি ব্লকে এই ট্যাবলোগুলি ঘুরে প্রচার চালাবে। ২৩ শে এপ্রিল মালদার দুইটি কেন্দ্রে নির্বাচন। তা নিয়ে ভোটারদের সচেতন করতে এই ট্যাবলোগুলি জেলার প্রতিটি ব্লকে ঘুরে সাধারণ ভোটারদের সচেতন করবে। দৃষ্টিহীন ও বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের জন্য ভোটদানের বিশেষ ব্যবস্থা থাকবে বুথে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page