top of page

নির্বাচনি প্রচারে মালদা আসছেন মমতা

আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মালদায় দুই দিনের নির্বাচনি প্রচারে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৭ ও ১৮ এপ্রিল তিনি মালদা জেলায় প্রত্যেক দিন দুটি করে মোট চারটি নির্বাচনি সভা করবেন। ১৭ এপ্রিল প্রথম জনসভাটি দুপুর ১টায় সামসি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ৩টায় সুজাপুরের হাতিমারি মাঠে অপর একটি জনসভা করবেন তিনি। ১৮ এপ্রিল দুপুর ১টায় ইংরেজবাজারে একটি জনসভা করবেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেনের সমর্থনে। বিকেল তিনটে বামনগোলা ব্লকের পাকুয়াহাটে উত্তর মালদা কেন্দ্রের প্রার্থী মৌসম নূরের সমর্থনে আরও একটি জনসভা করবেন বলে তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্র থেকে জানা গিয়েছে।


১৭ ও ১৮ এপ্রিল দুটি করে মোট চারটি নির্বাচনি সভা করবেন মমতা

মালদা জেলা যুব তৃণমূল সভাপতি অম্লান ভাদুড়ি আমাদের মালদা’কে জানান, মুখ্যমন্ত্রীর মালদায় জনসভা এখনও পর্যন্ত শতকরা ১০০ ভাগ নিশ্চিত। এ প্রসঙ্গে বলা যেতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় মালদার দুটি আসনে জয়ের ব্যাপারে নিশ্চিত। বিশেষ করে উত্তর মালদা কেন্দ্রের প্রার্থী মৌসম নূরের জয় নিয়ে তিনি প্রচণ্ড আশাবাদী। অর্থাৎ উত্তর মালদা কেন্দ্রে মৌসম নূরকে আবার সাংসদ নির্বাচিত করার লক্ষ্যে আদা জল খেয়ে উঠে পড়ে লেগেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এতেই উত্তর মালদা কেন্দ্র থেকে এবার মৌসমের জয়ের সম্ভাবনা দেখছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Commentaires


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page