top of page

স্ত্রীর উপর এলোপাতাড়ি চাকুর কোপ, আহত আরও দুই

বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রী সহ দুই সদস্যকে এলোপাথাড়ি চাকু মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের পুরাটুলি বাঁধরোড এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Random knife blow on wife in English Bazar
মেয়েকে বাঁচাতে গিয়ে জামাইয়ের হাতে আহত হন বৃন্দাবনীর মা-বাবা

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত দেড় বছর আগে বুলবুলচণ্ডী এলাকার বাসিন্দা সঞ্জয় মণ্ডলের সঙ্গে বিয়ে হয় বৃন্দাবনী মণ্ডলের। বিয়ের কিছুদিন পর স্ত্রী বৃন্দাবনী মণ্ডল জানতে পারেন, তাঁর স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে। প্রতিবাদে তিনমাস আগে তিনি স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। বুধবার রাতে সঞ্জয় স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য শ্বশুরবাড়িতে আসে। অভিযোগ, স্ত্রী বাড়ি যেতে অস্বীকার করলে সঞ্জয় এলোপাতাড়িভাবে স্ত্রীর বুকে চাকু দিয়ে হামলা করে। মেয়েকে বাঁচাতে গিয়ে জামাইয়ের হাতে আহত হন বৃন্দাবনীর মা-বাবা। চিৎকার হতেই ঘটনাস্থলে চাকু ফেলে পালিয়ে যায় সঞ্জয়। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভরতি করেন।


এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page