রেশন ডিলারদের ৩০ হাজার রোজগার সুনিশ্চিত করতে হবে
রেশন ডিলারদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কালিয়াচক দুই নং ব্লকের বিডিওকে ডেপুটেশন দিল এমআর ডিলার অ্যাসোসিয়েশন। সোমবার দুপুরে ১৫ দফা দাবি নিয়ে বিডিওকে ডেপুটেশন দিল রেশন ডিলাররা। ডেপুটেশনের মূল দাবি ছিল, চাল গম আটা চিনি কুইন্টাল প্রতি ২৫০ টাকা কমিশন ও ৩০ হাজার টাকা রোজগার সুনিশ্চিত করা ও পরিবার সহ রেশন ডিলারদের স্বাস্থ্য বীমার আওতায় আনা।
কালিয়াচক দুই নং ব্লকের সম্পাদক মনসুর আলি জানান, রাজ্যে রেশন ডিলারেরা সরকারি কর্মসূচি স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন প্রকল্প রূপায়ন করছে। অথচ তাঁদের পরিবারের জীবনধারণের জন্য ন্যূনতম আর্থিক উপার্জন নেই। তাই এমআর ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী এক মাস বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। পরে ২৯ জুলাই কলকাতায় রাজ্যপাল ও খাদ্যমন্ত্রীর কাছে লিখিতভাবে আবেদন জানানো হবে।
বিডিও সঞ্জয় ঘিষিং জানান, রেশন ডিলারদের দাবিগুলি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
Comentarios