top of page

লোকারণ্য মালদার ইসকনের রথে

Updated: Aug 17, 2020

আজ রথযাত্রা। গোটা দেশের সাথে মালদাও মেতে উঠল রথ টানতে। শহরের রাস্তায় নামল লক্ষাধিক মানুষের ঢল। ভগবান জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রার রথের দড়ি টানলেন সমাজের সকল মানুষ। কিছু বছর হল ইসকনের রথকে ঘিরে মানুষের উন্মাদনা চোখে পড়ার মত। তাঁদের সুসজ্জিত তিনটি রথ ইংরেজবাজারের নেতাজি মোড় থেকে যাত্রা শুরু করে প্রায় গোটা শহরই পরিক্রমা করে।



Bình luận


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page