top of page

ভুয়ো রেশন কার্ড তৈরি করে সামগ্রী হজম, লাইসেন্স সাসপেন্ড তৃণমূল নেতার

এবার রেশন দুর্নীতি সামনে এল মালদা জেলাতেও। ইতিমধ্যে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এক রেশন ডিলারকে সাসপেন্ড করেছে জেলা খাদ্য দপ্তর। জরিমানা করা হয়েছে আট কোটি টাকা। শাসকদলের নেতা হিসেবে পরিচিত ওই ডিলারের দুর্নীতি সামনে আসতেই অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।


ওই ডিলারের নাম আসরাফুল ইসলাম৷ বাড়ি কালিয়াচক ৩ নম্বর ব্লকের সাহাবানচক গ্রাম পঞ্চায়েতের বোরাবাদ্ধা গ্রামে৷ তিনি সাহাবানচক অঞ্চল তৃণমূলের সভাপতি৷ জানা গিয়েছে, মাস দুয়েক আগে সাহাবানচক এলাকার এক বাসিন্দা আসরাফুলের বিরুদ্ধে খাদ্য দফতর ও অপরাধ দমন বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেন৷ অভিযোগে ওই ব্যক্তি জানান, আসরাফুল সরকারি নিয়ম মেনে রেশন সামগ্রী দিচ্ছেন না৷ প্রচুর পরিমাণে রেশন সামগ্রী আসলেও রেশন আনতে গিয়ে অধিকাংশ সময় গ্রাহকদের ঘুরে আসতে হয়৷ কারণ, গুদাম থেকে রাতারাতি সমস্ত সামগ্রী উধাও হয়ে যায়। পরবর্তীতে তাঁরা জানতে পারেন, তাঁদের জন্য বরাদ্দ সামগ্রী কালোবাজারে বিক্রি করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আসরাফুলের বিরুদ্ধে তদন্ত শুরু করে খাদ্য দফতর৷



তদন্তে দেখা যায়, ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত আসরাফুলের জালিয়াতির সীমা নেই৷ গ্রাহকদের সামগ্রী কালোবাজারে বিক্রি করার পাশাপাশি এই সময়কালে হাজার দুয়েকের ভুয়ো রেশন কার্ড তৈরি করে তার সামগ্রী সরকারের ঘর থেকে তুলেছেন আসরাফুল৷ দুর্নীতির প্রমাণ মিলতেই উধাও হয়ে যান তৃণমূলের এই নেতা। তাঁর বাড়িতে তালা ঝুলছে, ফোন বন্ধ। পরিবার তিনি কোথায় গিয়েছেন তা বলতে পারছেন না স্থানীয় বাসিন্দারাও।


এপ্রসঙ্গে মালদা জেলা খাদ্য নিয়ামক শাশ্বতসুন্দর দাস জানান, দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় কালিয়াচক ৩ নম্বর ব্লকের সাহাবানচক গ্রাম পঞ্চায়েত এলাকায় আসরাফুল ইসলাম নামে এক রেশন ডিলারকে মোটা অংকের জরিমানা করা হয়েছে৷ তিনি ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত একাধিক জালিয়াতি করেছেন৷ তাঁর ডিলারশিপের লাইসেন্সও সাসপেন্ড করা হয়েছে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Commentaires


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page