রণক্ষেত্র রতুয়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ
পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল রতুয়ার মহানন্দটোলা। পুলিশ-গ্রামবাসীদের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে পুলিশ বিরুদ্ধে। গোটা ঘটনায় ২০ জনকে গ্রেফতার করে আজ চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে।
গত রবিবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয় পরিমল মণ্ডল নামে এক ব্যক্তির। গতকাল ওই ব্যক্তির ময়নাতদন্ত হয়। অভিযোগ, ময়নাতদন্তের পরে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মৃতদেহ নিয়ে রতুয়া থানার মহানন্দটোলা ফাঁড়িতে বিক্ষোভ দেখাতে থাকে। রতুয়া থানার পুলিশ অভিযোগ না নেওয়ার অভিযোগ তুলে পুলিশের পাঁচটি গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে র্যাফ নেমে লাঠিচার্জ করে। পালটা ইটবৃষ্টি শুরু করে উত্তেজিত জনতা। সেই সময় পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে কয়েক রাউন্ড গুলি চালায় বলে গ্রামবাসীদের অভিযোগ। গুলিতে আহত হন মহাদেব মণ্ডল নামে এক ব্যক্তি। গতকাল রাত থেকেই পুলিশের ধরপাকর শুরু হয়। পুলিশের ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছে বহু গ্রামবাসী। আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া।
পুলিশ সুপার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি চার্জ করতে হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে গুলি চালানো হয়নি। এই ঘটনায় ২০ জনকে আটক করে আজ জেলা আদালতে তোলা হয়েছে।
Comments