Search
চাকরির লিখিত পরীক্ষায় ভুয়ো, আসল পরীক্ষার্থী ধরা পড়ল মাঠে
- আমাদের মালদা ডিজিট্যাল
- Aug 17, 2019
- 1 min read
Updated: Aug 14, 2020
চাকরির পরীক্ষা দিতে এসে বিএসএফের হাতে গ্রেফতার তিন চাকরি প্রার্থী। পরীক্ষার্থী প্যানেলের সঙ্গে আঙুলের ছাপ না মেলায় গ্রেফতার করা হয় ওই তিন জনকে। গতকাল ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার ১৮ মাইলে। ধৃতদের আজ জেলা আদালতে পেশ করা হয়েছে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল মহঃ জমিরউদ্দিন, অমিত ঘোষ ও সুকচাদ কর্মকার। জমিরউদ্দিন বর্ধমানের রামপুরহাটের বাসিন্দা। অমিত ও সুকচাদ যথাক্রমে চাঁচল ও বৈষ্ণবনগরের বাসিন্দা। গতকাল অসম রাইফেলের জিডি পোস্টের চাকরির মাঠ পরীক্ষা ছিল ১৮ মাইলের বিএসএফ ক্যাম্পে। পরীক্ষার্থীদের আঙুলের ছাপ মেলানোর সময় এই তিন পরীক্ষার্থীর ছাপ না মেলায় বিএসএফ কর্তৃপক্ষের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে বিএসএফ জানতে পারে, লিখিত পরীক্ষায় বসে ভুয়ো তিন পরীক্ষার্থী। মাঠে আসল পরীক্ষার্থীরা এলে আঙুলের ছাপ মেলেনি।
Comments