চার লক্ষ টাকার জাল দুই হাজারের নোট উদ্ধার, ধৃত এক
চার লক্ষ দুই হাজার টাকার জালনোট সহ এক পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত যুবককে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃত যুবকের নাম ইশা শেখ (২১)। বাড়ি কালিয়াচক থানার মোজমপুর ঘুনটোলা এলাকায়।
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে যদুপুর স্ট্যান্ডে হানা দিয়ে এক যুবকের হেপাজত থেকে চার লক্ষ দুই হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি দুই হাজার টাকার। ধৃত যুবককে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
コメント