top of page

স্ত্রীকে খুনের ঘটনার পুনর্নির্মাণ, উদ্ধার খুনে ব্যবহৃত অস্ত্র

স্ত্রীকে খুনের ঘটনায় ঘটনার পুনর্নির্মাণ করল ইংরেজবাজার থানার পুলিশ। আজ দুপুরে সমস্ত ঘটনা অভিনয় করে পুলিশ দেখায় অভিযুক্ত স্বামী।


উল্লেখ্য, ১৩ অক্টোবর রাতে ইংরেজবাজার থানার গাবগাছি এলাকায় একটি তালাবন্ধ বাড়ি থেকে এক গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃত বধূর নাম রিংকি শীল মণ্ডল (২৬)। পরিবারের পক্ষ থেকে রিংকিকে খুনের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে রিংকিদেবীর স্বামী বরুণ মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। বরুণকে পুলিশি হেপাজতে নিয়ে চলতে থাকে দফায় দফায় জেরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় স্ত্রীকে খুনের ঘটনা স্বীকার করে সে। আজ দুপুরে বরুণকে ফের ঘটনাস্থলে ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয়। উদ্ধার হয় খুনে ব্যবহৃত হাতুড়িও।


Reconstruction-of-murder-of-wife-English-Bazar
সমস্ত ঘটনা অভিনয় করে পুলিশ দেখায় অভিযুক্ত যুবক

ভাড়া বাড়ির মালিক সঞ্জিৎ মল্লিক বলেন, ঘটনার আগের দিন পরিবার নিয়ে তাঁরা ঘুরতে গিয়েছিলেন। পরদিন পুলিশ ফোন করে তাঁদের বিষয়টি জানায়। তড়িঘড়ি বাড়ি ফিরে আসার আগেই পুলিশ বাড়ির তালা ভেঙে ভেতরে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। আজ বরুণকে নিয়ে এসে পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করল৷ কীভাবে স্ত্রীকে খুন করেছে, তা একটি পুতুলের মাধ্যমে দেখিয়েছে সে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page