অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার
অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য৷ ঘটনাটি ঘটেছে হবিবপুরের হুড়াবাড়ি এলাকায়৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে হবিবপুর থানার পুলিশ৷
আজ দুপুরে হুড়াবাড়ি এলাকায় একটি বটগাছের ডালে ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা৷ খবর দেওয়া হয় পুলিশে৷ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ পাশাপাশি মৃতের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ৷
হবিবপুর থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ বলা সম্ভব হবে৷ আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে৷
মালদা জেলার টাটকা নিউজ এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। বিনামূল্যে পড়তে এখানে ক্লিক করুন
Comments