Search
২৬২ গ্রাম ব্রাউনশুগার সহ গ্রেফতার এক কালিয়াচকে
- আমাদের মালদা ডিজিট্যাল
- Nov 12, 2019
- 1 min read
Updated: Nov 21, 2020
মাদকাসক্তদের এখন নতুন নেশা ব্রাউনশুগার। উঠতি যুবক কিংবা স্কুল পড়ুয়া এই লেটেস্ট মাদকের শিকার এরাই। আজ ফের কালিয়াচকে উদ্ধার হল ব্রাউনশুগার। ধৃত ব্যক্তিকে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
ধৃত ব্যক্তির নাম আজিজুল শেখ (৩২)। আজিজুল কালিয়াচক থানার অন্তর্গত সুজাপুর চামাগ্রামের বাসিন্দা। গোপনসূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ বালিয়াডাঙ্গা অঞ্চলে হানা দিয়ে ধৃতের হেপাজত থেকে একটি প্লাসটিকের প্যাকেটে ২৬২ গ্রাম ব্রাউনশুগার উদ্ধার করেছে। ধৃত আজিজুলকে ৭ দিনের হেফাজতে আবেদন জানিয়ে আদালতে পেশ করেছে কালিয়াচক থানার পুলিশ।
Kommentare