বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত জঙ্গি সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করতে পারে এমন সন্দেহে ইন্দো-বাংলা সীমান্তে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। যদিও নিয়ে বিএসএফের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জানা গেছে, গত সোমবার বাংলাদেশের আদালত সে দেশের তিন জঙ্গিকে মৃত্যুদণ্ডের নির্দেশ ও এক জঙ্গিকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছে৷ বিএসএফ সূত্রে খবর, মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত সানোয়ার আলি বাংলাদেশের নিরাপত্তারক্ষীদের কবল থেকে পালিয়ে গিয়েছে। এনিয়ে বিএসএফ ও বিজিবি-র মধ্যে বৈঠক হয় বলেও খবর। এরপরেই জেলার ১৭২ কিলোমিটার ইন্দো-বাংলা সীমান্তে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। এর আগেও জেলায় বাংলাদেশের কিছু দুষ্কৃতী ধরা পড়েছে। তবে জঙ্গিরা যাতে দেশে প্রবেশ করতে না পারে তা নিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সীমান্তে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী।
প্রতীকী ছবি।
Comments