top of page

মালদার রেশমকে আরও উন্নত করতে রেশম কৃষি মেলা

আধুনিক পরিকাঠামো নিয়ে মালদা জেলার রেশম শিল্পকে টেক্কা দিচ্ছে দক্ষিণ ভারতের রাজ্যগুলি। এই পরিস্থিতিতে মালদা জেলার রেশম শিল্পকে আরও উন্নত করতে আয়োজিত হল রেশম কৃষি মেলা। বৃহস্পতিবার মালদা শহরের সুকান্ত মোড় সংলগ্ন এলাকায় সেন্ট্রাল সিল্ক বোর্ডের রিজিওনাল দফতরে আয়োজিত মেলায় উপস্থিত ছিলেন বহরমপুরের সেন্ট্রাল সেরিকালচার রিসার্চ ও ট্রেনিং সেন্টারের ডিরেক্টর এম মহেশ্বরী, রাজ্য সিল্ক বোর্ডের ডিরেক্টর সুরজিৎ চৌধুরী, সংস্থার মালদা শাখার বৈজ্ঞানিক দেবাশিস চট্টোপাধ্যায়, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি উজ্জ্বল সাহা প্রমুখ৷


বৈজ্ঞানিক দেবাশিস চট্টোপাধ্যায় জানান, মালদা জেলা রেশম চাষের জন্য খ্যাত। দীর্ঘদিন ধরে এখানে রেশম চাষ হয়ে আসছে। তবে দক্ষিণ ভারতের রাজ্যগুলি আধুনিক প্রযুক্তির সহায়তায় মালদা জেলার রেশম শিল্পকে টেক্কা দিতে শুরু করেছে। মালদা জেলার রেশম শিল্পকে আরও উন্নত করতে এই রেশম কৃষি মেলার আয়োজন করা হয়েছে। চাষি, রিলার, উইভার সবাই মিলে আলোচনার মাধ্যমেই আমরা সমস্যা কাটিয়ে উঠতে পারব৷ বাইরের বাজারে মালদার উৎপাদিত সুতোর ভালো দাম পাওয়া যায়৷ গত বছর মালদায় ১১টি উন্নত মানের রিলিং মেশিন বসানো হয়েছে৷ ওই মেশিন ব্যবহার করে দ্রুত এবং এ গ্রেডের সুতো তৈরি হচ্ছে৷ মালদার রেশম সুতো চিনকেও টেক্কা দিচ্ছে৷



রেশম দপ্তর সূত্রে জানা গিয়েছে, কালিয়াচকের চাষিদের পেছনে ফেলে এগিয়ে এসেছেন চাঁচলের চাষিরা। তাঁদের উৎপাদিত রেশম গুটি গতবছর ২৪ হাজার টাকা প্রতি মন দরে বিক্রি হয়েছে। যেখানে কালিয়াচকে উৎপাদিত রেশম গুটি বিক্রি হয়েছে প্রায় ২০ হাজার টাকায়। গত বছর মালদা জেলা জুড়ে প্রায় ৫০ হাজার মেট্রিকটন সুতো তৈরি হয়েছে। এবছর জেলা জুড়ে ২২২ একর জমিতে রেশম চাষ করা হচ্ছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page