ঘিঞ্জি পাড়ায় কোয়রান্টিন সেন্টার, বিক্ষোভে শামিল শতাধিক মহিলা
পুরাতন মালদার শতাধিক মহিলা আজ রাস্তার মোড়ের মাথায় বাঁশের ব্যারিকেড তৈরি করে বিক্ষোভে সামিল হন। জনবসতিপূর্ণ পাড়ায় অবস্থিত গৌড় ঘোষ বালিকা বিদ্যালয়ে শ্রমিকদের জন্য কোয়রান্টিন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে, এই কথা জানতে পেরে তাঁদের এই প্রতিবাদ। কয়েক ঘণ্টা ধরে চলা রাস্তা অবরোধ তুলতে পুলিশ আসে এলাকায়।
পুরাতন মালদা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের শিবরামপল্লী এলাকায় অবস্থিত গৌড় ঘোষ বালিকা বিদ্যালয়ে ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের জন্য কোয়রান্টিন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। এই কথা এলাকায় ছড়িয়ে পড়তেই রাস্তার মোড়ের মাথায় এবং বিদ্যালয়ের সামনে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে বিক্ষোভ শামিল হলেন এলাকার মহিলা এবং পুরুষরা। বেশ কয়েক ঘণ্টা চলে তাঁদের এই বিক্ষোভ।
রাস্তা অবরোধের কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শিবরামপল্লী এলাকার বাসিন্দাদের অভিযোগ, ফাঁকা জায়গায় পরিযায়ী শ্রমিকদের না রেখে তাঁদের ঘিঞ্জি বসতিপূর্ণ পাড়ায় কোয়রান্টিন সেন্টারের ব্যবস্থা করেছে প্রশাসন। সামনে বিএড কলেজে এই ব্যবস্থা করা যেত, কিন্তু সেখানে করা হয় নি। এখানে পরিযায়ী শ্রমিকদের রাখা হলে তাঁদের গ্রামে সংক্রমণের আশঙ্কা করছেন তাঁরা।
টপিকঃ #কোয়রান্টিনসেন্টার
Comments