top of page

বর্ষা আসতেই আন্ডারপাসের কাজে গতি, ক্ষুব্ধ শহরবাসী

তিন বছর সময় অতিক্রান্ত হয়েছে। এখনও অসমাপ্ত অবস্থায় রথবাড়ি আন্ডারপাসের কাজ। ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে মালদা শহরবাসীকে। ব্যস্ততার মাঝে প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করতেও দেখা যাচ্ছে অনেককে। দ্রুত আন্ডারপাস নির্মাণের কাজ শেষ করার দাবিতে সরব হয়েছে শহরবাসী।


উল্লেখ্য, ২০১৯ সালে শুরু হয়েছিল রথবাড়ি আন্ডারপাস নির্মাণের কাজ। রেললাইনের নিচে আন্ডারপাসের বেস বসলেও এখনও অ্যাপ্রোচ রোডের কাজ শেষ হয়নি। ইতিমধ্যে গত কয়েকদিন আগে থেকে ফের কাজে হাত দিতে দেখা গিয়েছে রেল কর্তৃপক্ষকে। এরপরেই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন বর্ষার আগে কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়নি? বর্ষার শুরুতেই কাজে তড়িঘড়ি কেন? তবে বছরের পর বছর কাজকে জিইয়ে রেখে শুধু সরকারের টাকা আত্মসাৎ করার পরিকল্পনা চলছে? যদিও এনিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি কেউ।


এক যাত্রী জানান, রেল দফতর এক বছরের মধ্যে কাজ শেষ করার কথা বলেছে। এক এক করে তিন বছর কেটে গেলেও এখনও কাজ শেষ হয়নি। এবছরও ১৫ অগাস্টের মধ্যে কাজ শেষ করার কথা শোনা যাচ্ছে। কিন্তু যে গতিতে কাজ চলছে তাতে মনে হচ্ছে সাধারণ মানুষকে শুধু বোকা বানানো হচ্ছে।



মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএম যতীন্দ্র কুমার জানান, রথবাড়ি আন্ডারপাসের কাজ দ্রুত শেষ হবে। খুব দ্রুত মানুষের চলাফেরার জন্য রাস্তা খুলে দেওয়া হবে। তবে রাস্তা খোলার পরও কয়েক সপ্তাহ ধরে গার্ডওয়ালের কাজ চালু থাকবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page