জলসাকে কেন্দ্র করে গণ্ডগোল, ছুরিকাহত ২
জলসাকে কেন্দ্র করে গণ্ডগোলের জেরে দাদা ও ভাইয়ের ওপর ছুরি নিয়ে হামলা। আক্রান্ত দুই ভাই বর্তমানে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। আজ ভোরে ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগরের শোভাপুর এলাকায়।
আক্রান্ত দুই ভাইয়ের নাম রাহুল শেখ ও সাহিন শেখ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে শোভাপুর এলাকায় জলসা বসেছিল। অভিযোগ, সেই সময় আক্রান্ত দুই ভাইয়ের কাকা তাজামূল শেখের সঙ্গে স্থানীয় কিছু বাসিন্দার ঝামেলা হয়। আজ ভোরে ফের অভিযুক্তরা তাজামূল সাহেবের বাড়িতে চড়াও হয়। কাকাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন রাহুল ও সাহিন। ছুরিকাহত হন দুজনেই। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও পরে মালদা মেডিকেল কলেজে ভরতি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। তবে এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়েছে কিনা তা জানা যায়নি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments