বাড়ি তলিয়ে আশ্রয় হয়েছে শৌচাগার, ফের ভাঙনে আশঙ্কায় পরিবার
স্কুলের খণ্ডিতাংশ শৌচালয় আশ্রয় হয়ে উঠেছে কালিয়াচক-৩ নম্বর ব্লকের পারদেওনাপুর শোভাপুর গ্রামপঞ্চায়েতের বাসিন্দার। বর্ষা আসতেই শুরু হয়েছে ভাঙন। ভাঙনে এই আশ্রয়টুকু চলে যেতে পারে এই আশঙ্কায় দিন কাটাচ্ছে ওই পরিবার।
উল্লেখ্য, গতবছর ভাঙনে কালিয়াচক-৩ নম্বর ব্লকের পরদেওনাপুর শোভাপুর গ্রামপঞ্চায়েতের বেশ কিছু এলাকা তলিয়ে যায়। নদীগর্ভে বিলীন হয় এসএসকে স্কুল এবং স্কুলেরই পাশে থাকা সহদেব মণ্ডলের বসতভিটা সহ বাড়িটিও। তবে স্কুলের ঘরগুলি তলিয়ে গেলেও অক্ষত থেকে যায় শৌচালয়ের দু’টি ঘর। সেই ঘর দু’টিই আশ্রয় হয়ে ওঠে সহদেব মণ্ডলের। কষ্টের মধ্যে এভাবেই কাটছিল। তবে ফের ভাঙন শুরু হওয়ায় আশঙ্কায় পড়েছেন তিনি। যেকোনো মুহূর্তে এই আশ্রয়ও চলে যেতে পারে এই আশঙ্কা করছেন তিনি।
Comments