দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত এক, আহত এক। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে মালদার মানিকচক থানার মথুরাপুর বাস স্ট্যান্ডে। মৃত খালাসির নাম শেখ মিরাজ। বয়স ৩৪। বাড়ি মানিকচক থানার মথুরাপুরের পাঠানপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মালদা থেকে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিল একটি খালি লরি। অন্যদিকে, রতুয়া থেকে মালদায় আসছিল পণ্য বোঝাই একটি লরি। মানিকচকের মথুরাপুর বাসস্ট্যান্ডের কাছে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভরতি করে। শারীরিক অবস্থার অবনতি হলে দুইজনকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় খালাসি সেখ মিরাজের। দুর্ঘটনাগ্রস্ত দুটি লরিকে আটক করেছে মানিকচক থানার পুলিশ।
top of page
আরও পড়ুন
পঞ্চায়েত ভোটঃ LIVE UPDATE
সকাল হতেই বোমাবাজি শুরু চাঁচলে৷ অভিযোগের তির শাসকদলের দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ৷ আজ ভোট শুরু হওয়ার এক ঘণ্টা...
চাষিদের উৎসাহ বাড়াতে স্কুলেই পদ্ম চাষ
ভারতের জাতীয় ফুল পদ্ম। এক সময় মালদা জেলাতে বিভিন্ন প্রজাতির পদ্ম চাষ হত। তবে সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসেছে পদ্ম চাষ। দুর্গা পুজোয়...
'টোটো অ্যাম্বুলেন্স' পরিসেবা নিয়ে শহরে যুবক
অ্যাম্বুলেন্স পরিসেবা নিয়ে নানা সময় নানা অভিযোগ উঠে এসেছে। কখনও অতিরিক্ত ভাড়া, আবার কখনও সময়মত অ্যাম্বুলেন্স না পাওয়া। এসমস্ত অভিযোগ...
bottom of page
Comments