top of page

বাইপাসে পথ দুর্ঘটনায় মৃত দুই

Updated: Aug 11, 2020

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকে ধাক্কা মারল একটি ডাম্পার। ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরবাইক চালক সহ এক আরোহীর। কলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরেক আরোহীর। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের মহানন্দা সেতু সংলগ্ন বাইপাসে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।


Road Accident
প্রতীকী ছবি

মৃতদের নাম বাপি মণ্ডল (১৬), মনোজ মণ্ডল (২২) ও স্বপন মণ্ডল (৪০)। বাড়ি মোথাবাড়ি থানার রাজারামটোলা গ্রামে। পরিবারসূত্রে জানা গেছে, তাঁদের পৈত্রিক জমি রয়েছে পুরাতন মালদার মুচিয়াতে। সেখানে ধানকাটার কাজে গিয়েছিলেন কয়েকজন। তাঁদেরকে খাবার পৌঁছে দিতে যাচ্ছিলেন এই তিনজন। বাড়ি ফেরার পথে মহানন্দা সেতুর বাইপাস সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার মোটরবাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। আশঙ্কাজনক অবস্থায় বাপিকে মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে কলকাতা রেফার করে দেন। কলকাতা যাওয়ার পথে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় মৃত্যু হয় বাপির।

মৃতদেহগুলি ময়নাতদন্তের পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page