জাতীয় সড়ক অবরোধ, ছাত্র ভরতিতে স্বচ্ছতার দাবি
স্বচ্ছভাবে ছাত্র ভরতির দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল গৌড় মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে মালদা থানার পুলিশ। ঘন্টা খানেক অবরোধের পরে মালদা থানার পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন ছাত্রছাত্রীরা।
ছাত্রছাত্রীদের অভিযোগ, প্রথম বর্ষে ভর্তির জন্য তাঁরা আবেদন করেছেন অনলাইনে। মেরিট লিস্টে তাঁদের নামও উঠেছে। অথচ তাদের ভর্তি নেওয়া হচ্ছে না। তারই প্রতিবাদে আজ তাঁরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শামিল হয়েছেন। অবিলম্বে তাঁদের দাবি না মানা হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামার কথাও জানান পড়ুয়ারা।
Comments