top of page

বৃষ্টিতে হাঁটু জল রাস্তায়, পথ অবরোধ পড়ুয়াদের

পাকা রাস্তার দাবিতে ফের পথ অবরোধ পুরাতন মালদায়। সোমবার সকালে পুরাতন মালদার সাহাপুরের রায়পুর এলাকার বাসিন্দারা মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। অবরোধে শামিল হয় পড়ুয়ারাও। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।



অভিযোগ, পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের রায়পুরের গ্রামীণ সড়ক দীর্ঘ কুড়ি বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এলাকায় প্রায় ১০০টি পরিবারের বসবাস। পাকা রাস্তার দাবিতে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও ফল মেলেনি। গত কয়েক দিনের বৃষ্টিতে রাস্তায় হাঁটু জল। গ্রাম থেকে শহরে আসার এক মাত্র রাস্তায় হাঁটু জল। জমা জল পেরিয়ে প্রতিদিন স্কুল যেতে হচ্ছে পড়ুয়াদের। জরুরি পরিসেবার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। বাধ্য হয়ে আজ মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। পরে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধ তুলে দেয়। এলাকায় পাকা রাস্তা না হলে ফের অবরোধের কথা জানান গ্রামবাসীরা।


প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন

Комментарии


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page