রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ বামনগোলায়
বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘক্ষণ অবরোধের পর পুলিশ ও ব্লক প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। ঘটনাটি ঘটেছে বামনগোলা ব্লকের পাকুয়াহাট পঞ্চায়েতের মির্জাপুর এলাকায়।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে মির্জাপুর থেকে সনাকোল যাওয়ায় ১২ কিলোমিটার রাস্তা। সামান্য বৃষ্টি হলেই জল কাদায় ভরে থাকে এই রাস্তা। যান চলাচল দূরের কথা রাস্তা দিয়ে পায়ে হেঁটেও যাতায়াত করা যায় না। এনিয়ে বহুবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু সমস্যার কোনও সমাধান হয়নি। বাধ্য হয়ে আজ ওই এলাকার বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে এলাকায় যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বামনগোলা থানার পুলিশ। ছুটে যান বিডিও রাজু কুণ্ডুও। দীর্ঘক্ষণ অবরোধের পর পুলিশ ও বিডিওয়ের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
[ আরও খবরঃ গৌড়ে পুকুর থেকে উদ্ধার বিশাল আকৃতির বুদ্ধমূর্তি ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments