top of page

মোথাবাড়িতে ১৪৪ ধারা জারি, মৃতদেহ ঘিরে পথ অবরোধ ও বোমাবাজি

সোমবার রাত থেকে উত্তাল হয়ে উঠেছে কালিয়াচক ২ ব্লকের মোথাবাড়ি এলাকা৷ গণপিটুনিতে এক ট্যাক্টর চালকের মৃত্যুকে ঘিরে চলতে থাকে পথ অবরোধ। চালকের মৃতদেহ রাস্তায় রেখে অভিযুক্তদের শাস্তির দাবি তোলেন ক্ষিপ্ত এলাকাবাসী৷ অনেক চেষ্টার পর এদিন দুপুরে পুলিশ দেহটি মোথাবাড়ি থানায় নিয়ে যায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) দীপক সরকার৷ এরই মধ্যে জনতার মধ্যে থেকে বোমা পড়তে শুরু করে৷ তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ৷ ফাটানো হয় টিয়ার গ্যাসের সেলও৷ ছত্রভঙ্গ হয়ে পড়ে জনতা৷ তবে এখনও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়নি৷ পরিস্থিতি বিবেচনা করে মোথাবাড়ি সহ এলাকার ৫টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন৷ গোটা এলাকায় রয়েছে চরম উত্তেজনা৷



মোথাবাড়ি সহ এলাকার ৫টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন৷ গোটা এলাকায় রয়েছে চরম উত্তেজনা৷

গতকাল সকালে গৃহশিক্ষকের কাছে পড়ে বাড়ি ফেরার পথে স্থানীয় তুলসিরামটোলায় ট্র্যাক্টরের ধাক্কায় মৃত্যু হয় নবম শ্রেণির এক ছাত্রীর৷ ট্র্যাক্টরের চালক পালানোর চেষ্টা করলেও স্থানীয় মানুষজন তাড়া করে ধরে ফেলেন হাসিবুল শেখ ওরফে ববিকে৷ চলতে থাকে গণপিটুনি৷ খবর পেয়ে তড়িঘড়ি মোথাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থল থেকে ববিকে উদ্ধার করে ভর্তি করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ সেখানে মৃত্যু হয় ববিরও৷ ময়নাতদন্ত করে ববির মৃতদেহ পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়৷

ববির বাড়ি উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের পিরুটোলা গ্রামে। বাবা আবুল শেখ। পেশায় শ্রমিক৷ অত্যন্ত গরিব পরিবার৷ সম্প্রতি ববি ও তাঁর ভাই রবিউল শেখ ঋণ নিয়ে একটি ট্র্যাক্টর কিনেছিলেন৷ দুই ভাই সেই ট্র্যাক্টর চালাতেন৷ গতকাল ট্র্যাক্টর নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন ববি৷ পথে গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি তিনি৷ সেই দুর্ঘটনায় মৃত্যু হয় এক ছাত্রীর। দুর্ঘটনার পর তিনি সেখান থেকে পালানোর চেষ্টা করলেও সফল হননি৷


ববির মৃতদেহ নিয়ে রাতেই মোথাবাড়ির চৌরঙ্গি মোড়ে পথ অবরোধ শুরু করে ক্ষিপ্ত জনতা৷ তাদের দাবি ছিল, যারা নির্দয়ভাবে ববিকে পিটিয়ে মেরেছে তাদের শাস্তি দিতে হবে৷ একই সঙ্গে ববির পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে৷ গোটা রাত চলে অবরোধ৷ এদিন সকাল থেকেও পরিস্থিতির কোনও উন্নতি না হওয়ায় ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার৷ প্রশাসনের পক্ষ থেকে ববির পরিবারের একজন সদস্যকে চাকরি ও আমার বাড়ি প্রকল্পে বাড়ি বানিয়ে দেওয়ার লিখিত আশ্বাসও দেওয়া হয়৷ কিন্তু ক্ষিপ্ত জনতা গণপিটুনিতে অংশ নেওয়া লোকজনের শাস্তিতে অনড় থেকে পথ অবরোধ চালিয়ে যেতে থাকে৷ এরমধ্যেই পুলিশ জানতে পারে, বহিরাগত কিছু লোকজন এই ঘটনায় স্থানীয় মানুষজনকে মদত দিচ্ছে৷ এরপরেই পুলিশ সেই বহিরাগতদের খোঁজ চালাতে থাকে৷ সেই বিষয়টি টের পেতেই বিক্ষোভকারীদের মধ্যে থেকে বোমাবাজি শুরু হয়৷ পুলিশের একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়৷ এরপরেই পুলিশ লাঠিচার্জ শুরু করে৷ ফাটায় টিয়ার গ্যাসের সেল৷


সূত্রের খবর, উত্তেজিত জনতাকে বাগে আনতে পুলিশ শূন্যে কয়েক রাউন্ড গুলিও চালায়৷ তবে গুলিতে কেউ আহত হয়নি বলেই খবর৷ ঘটনাস্থল থেকে পুলিশ ১৫-১৬ জনকে গ্রেফতার করেছে। তবে বিক্ষোভকারীদের হামলায় আহত হয়েছেন কয়েকজন পুলিশকর্মীও৷


জেলাশাসক কৌশিক ভট্টাচার্য জানিয়েছেন, একটি মৃত্যুকে কেন্দ্র করে মোথাবাড়ি এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়৷ পুলিশ বিক্ষোভকারীদের হাত থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে৷ দেহটি মৃতের পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে৷ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷ এই ঘটনায় এলাকায় যাতে আর কোনও উত্তেজনা না ছড়ায় তার জন্য কালিয়াচক ২ ব্লকের মোথাবাড়ি, গঙ্গাপ্রসাদ, পঞ্চানন্দপুর ১ ও ২, উত্তর লক্ষ্মীপুর ও রথবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page