ছিনতাইয়ে বাধা, ব্যাংককর্মীকে লক্ষ্য করে গুলি
ব্যাংককর্মীকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার চাঁচলে। এদিন সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চাঁচল থানার মুলাই বাড়ি থেকে ভক্তিপুর যাওয়ার রাস্তায়।
গুলিবিদ্ধ যুবকের নাম শ্রীকৃষ্ণ চৌধুরি (২৫)। শ্রীকৃষ্ণ বেসরকারি ব্যাংকের টাকা কালেকশন কর্মী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় ওই ব্যাংককর্মী টাকা কালেকশন করে চাঁচলের দিকে আসছিলেন। সেই সময় ভক্তিপুর গ্রামের আগে ফাঁকা রাস্তায় তাঁর পথ আটকায় তিন দুষ্কৃতী। টাকার ব্যাগ ছিনতাই করতে বাধা দেওয়ায় শ্রীকৃষ্ণকে লক্ষ্যে করে এক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে তাঁর কোমরে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। দুষ্কৃতীরা টাকার ব্যাগ নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। গুলির শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান প্রতিবেশীরা। স্থানীয়রা ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা তড়িঘড়ি তাঁকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।
[ আরও খবরঃ গনির গড়ে দুই ফুলের টক্কর ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments