ফের ছিনতাই চলন্ত ট্রেনে, যাত্রী নিরাপত্তা প্রশ্ন
চলন্ত ট্রেনের সংরক্ষিত কামরা থেকে যাত্রীর ব্যাগ ছিনতাই করে পালানোর অভিযোগ দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় মালদা জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার সকালে আপ হাটেবাজারে এক্সপ্রেসে বিহারের শাহেরশায় যাচ্ছিলেন হবিবপুর থানার বুলবুলচন্ডী সাহা পাড়ার বাসিন্দা চন্দনা গুপ্ত। সঙ্গে ছিলেন তাঁর স্বামী ও মেয়ে। চন্দনাদেবীর অভিযোগ, আজ সকালে আপ হাটেবাজার এক্সপ্রেসে এস-৪ সংরক্ষিত কামরায় তাঁরা বিহার যাচ্ছিলেন। ট্রেনটি মালদা টাউন স্টেশন ছাড়ার পর কিছুদূর যেতেই তাঁর ডান হাত থেকে ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে চলন্ত ট্রেন থেকে লাফ মেরে পালিয়ে যায় এক দুষ্কৃতী। ঘটনার সময় ট্রেনের ওই কামরায় কর্তব্যরত টিটিইকে বহুবার বলা সত্বেও তিনি কোনো পদক্ষেপ নেননি। দেখা মেলেনি কোনও রেল পুলিশেরও। অবশেষে একলাখী স্টেশনে নেমে তাঁরা মালদা টাউন স্টেশনে ফিরে আসেন। মালদা টাউন জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন। ছিনতাই হওয়া ব্যাগে কানের দুল, হাতের বালা, গলার চেন মিলে প্রায় পাঁচ ভরি সোনা ছিল এবং নগদ পনেরশো টাকা ছিল।
এই ঘটনায় ফের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জিআরপি থানার পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments