top of page

অস্ত্রশস্ত্র নিয়ে দুঃসাহসিক ডাকাতি ইংরেজবাজারে

শীতের মরশুম দেখা দিতেই দুষ্কৃতীদের তাণ্ডব বাড়তে শুরু করেছে। গতকাল গভীর রাতে অস্ত্রশস্ত্র নিয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে ইংরেজবাজারে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ভুগতে শুরু করেছেন কাজিগ্রাম গ্রামপঞ্চায়েতের লক্ষ্মীপুর এলাকার বাসিন্দারা।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।


লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা আনোয়ার শেখ। আনোয়ার সাহেব পেশায় শিক্ষক। তাঁর স্ত্রী তনুজা পারভীন জানাচ্ছেন, গতকাল রাত দেড়টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে জানলার গ্রিল কেটে ঘরে ঢোকে। এরপর তাঁদের মারধর করে বেঁধে দেয় দুষ্কৃতীরা। এরপরেই চলতে থাকে তান্ডব‌। সাড়ে চার ভরি সোনা সহ নগদ তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ।



বাড়ির কর্তা আনোয়ার শেখ বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয় বাসিন্দা উজ্জ্বলা সরকার জানান, “এর আগেও এলাকায় এধরণের ঘটনা ঘটেছে। তবে অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে ঢুকে মারধরের ঘটনা তেমন জানা নেই। দুষ্কৃতীরা যদি অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে, তবে যে কোনো সময় কিছু একটা ঘটে যেতে পারে। আমাদের সঙ্গে পুরো এলাকার লোকজন আতঙ্ক রয়েছে।”


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

댓글


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page