জেলায় রুটমার্চ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী
ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি কিন্তু নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্য বিধানসভা ভোটে বিভিন্ন এলাকায় মোতায়েন করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনী।
সারা রাজ্যের সাথে সাথে মালদা জেলার ১২টি বিধানসভা কেন্দ্রে নির্বিঘ্নে নির্বাচনের কাজ পরিচালনা করতে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। জেলায় ইতিমধ্যেই পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। বৃহস্পতিবার বামনগোলা ব্লকের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করে। রুটমার্চের নেতৃত্ব দেন বামনগোলা থানার আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। এদিন বিভিন্ন গ্রামপঞ্চায়েত এলাকাতেও রুটমার্চ শুরু করে কেন্দ্রীয় বাহিনী। অনুমান করা হচ্ছে মার্চ মাসের প্রথম সপ্তাহে ঘোষণা হতে পারে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। তার আগেই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যজুড়ে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Opmerkingen