নতুন মন্ত্রী জেলায় ফিরতেই সংবর্ধনা
দুই দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সাবিনা ইয়াসমিন। মন্ত্রিত্ব নিয়ে জেলায় ফিরতেই নেতা-কর্মীদের সংবর্ধনা ভেসে ওঠে। কয়েক মিনিটের রাস্তা পেরোতেই কনভয়ের সময় লেগে যায় ঘণ্টা খানেক।
২০১৬ বিধানসভা নির্বাচনে খালি হাতে ফিরলেও এবারে জেলায় ভালো ফল হয়েছে তৃণমূলের। ১২টি বিধানসভার মধ্যে ৮টি বিধানসভার দখল নিয়েছে শাসকশিবির। এই ফলের পরেই জেলাবাসী এই জেলা থেকে অন্তত তিনজনকে মন্ত্রী পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। অবশেষে সেচ-জল পরিবহণ ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী হয়েছেন মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন৷
সাবিনা বলেন, মন্ত্রিত্ব পাওয়ায় মোথাবাড়ি সহ পুরো জেলার মানুষ খুশি। মানুষের খুশির সঙ্গে তাঁর খুশির আরও একটি কারণ, তিনি দিদির অধীনে কাজ করার সুযোগ পেয়েছেন। মালদার বেশ কিছু কাজ বিভিন্ন কারণে আটকে রয়েছে৷ সেগুলির জট ছাড়াতে হবে৷ এই জেলা বন্যা ও ভাঙন প্রবণিত৷ ভাঙনরোধের জন্য কী করা যায়, তা দেখা হবে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários