top of page

নেত্রীর আগেই নিজেকে প্রার্থী ঘোষণা সাবিত্রীর

নির্বাচনের দিনতারিখ ঘোষণা ২৪ ঘণ্টা পেরোলেও এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি তৃণমূল। এরই মধ্যে মানিকচক বিধানসভায় দলীয় কর্মী সভায় নিজেকে প্রার্থী বলে ঘোষণা করলেন এলাকার প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী সাবিত্রী মিত্র৷ যদিও এনিয়ে জেলা তৃণমূল সভানেত্রীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


নিজেকে মানিকচকের প্রার্থী বলে ঘোষণা করলেন প্রাক্তন মন্ত্রী

‘বাংলা নিজের মেয়েকেই চায়’ তৃণমূলের এই স্লোগানের সূচনাকে কেন্দ্র করে মানিকচকে কর্মীসভার আয়োজন করা হয়েছিল। সেখানে তিনি নরেন্দ্র মোদী, দিলীপ ঘোষদের তীব্র আক্রমণ করেন৷ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, একুশের বিধানসভা নির্বাচনে মানিকচক কেন্দ্রে তিনি নিজেকে দলের প্রার্থী হিসাবে ঘোষণা করে দিয়েছেন৷ এখানে তিনিই প্রার্থী হচ্ছেন৷ অন্য কেউ নয়৷ পাশাপাশি তিনি জানিয়ে দেন যদি বর্তমান বিধায়ক মোত্তাকিন আলম (কংগ্রেস) এই ভোটে জিতে যান, তবে তিনি কান কেটে মানিকচক ছেড়ে চলে যাবেন।



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page