সেফ হোম গড়ে তোলা হল বাচামারি জিকে স্কুলে
করোনা মোকাবিলায় সেফ হোম তৈরি করা হল পুরাতন মালদার বাচামারি জিকে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে৷ এই সেফ হোম উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরি।

তিনি জানান, সরকারি গাইডলাইন মেনেই এই সেফ হোম গড়ে তোলা হয়েছে৷ কম উপসর্গযুক্ত যে সংক্রমিতরা বাড়িতে থাকতে পারছেন না, অথচ মেডিকেলে ভরতি হওয়ার প্রয়োজন নেই, তাঁরা এখানে এসে থাকতে পারেন৷
পুরাতন মালদা পুরসভার প্রশাসক কার্তিক ঘোষ বলেন, কম উপসর্গযুক্ত সংক্রমিতর জন্য বাচামারি জিকে স্কুলে ৩০ বেডের একটি সেফ হোম করা হয়েছে। পাশাপাশি পুর এলাকার কোনও সংক্রমিতের প্রয়োজনে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments