ইংরেজবাজারে স্কুল বাস উলটে আহত বহু পড়ুয়া
ছাত্রছাত্রী নিয়ে উলটে গেল স্কুল বাস। দুর্ঘটনায় জখম হয়েছেন প্রায় ১৫ জন। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের পলিটেকনিক কলেজ সংলগ্ন মালদা-মানিকচক রাজ্য সড়কে। আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় বিদ্যালয়ের ওই বাস স্কুল ছুটির পর পড়ুয়াদের নিয়ে ফিরে যাচ্ছিল। স্কুল থেকে কিছুটা দূর যাওয়ার পরেই শুকনো নয়ানজুলিতে উলটে যায় বাসটি। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ছুটে এসে বাচ্চাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ ও দমকল বাহিনী।
স্থানীয় বাসিন্দারা জানান, কীভাবে এই ঘটনা ঘটল তা বলা সম্ভব নয়। তবে ওই বাস খুব আস্তে চলছিল। বাসে প্রায় ৭০ জন পড়ুয়া ছিল। কমবেশি ১৫ জন বাচ্চা আহত হয়েছে। চালক সহ বাকিরা সুস্থ রয়েছে।
ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।
[ আরও খবরঃ ডাক্তারের চেয়ারে গ্রুপ-ডি স্টাফ! দিচ্ছেন পরিসেবা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments