top of page

রাজ্যে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, সেই সুযোগে বাড়ছে স্কুলে চুরি

করোনা মোকাবিলায় রাজ্যে জারি রয়েছে একাধিক বিধিনিষেধ। সেই সুযোগে ফের স্কুলে চুরি। এবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা ব্রিজ সংলগ্ন ভবানীপুরে।


School-theft-is-increasing-in-malda
রাজ্যে জারি রয়েছে একাধিক বিধিনিষেধ। সেই সুযোগে ফের স্কুলে চুরি

এদিন সকাল দশটা নাগাদ স্থানীয় ব্যবসায়ী সোহেল আক্তারের ঘটনাটি নজরে আসে। তারপর ব্রিজ সংলগ্ন কয়েকজন লোককে সাথে নিয়ে স্কুলে যান তিনি। দেখেন স্কুলের আলমারি খোলা এবং কাগজপত্র লন্ডভন্ড অবস্থায় মেঝেতে পড়ে আছে। খবর দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষকে। পরে কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করে।


স্কুল কর্তৃপক্ষের পক্ষে নুরাইন বলেন, লকডাউনের জন্য দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ ছিল। সুযোগ বুঝে দুষ্কৃতীরা স্কুলের প্রয়োজনীয় নথিপত্র সহ একাধিক সামগ্রী চুরি করে নিয়ে গেছে। পুলিশে লিখিত অভিযোগ জানানো হয়েছে।



উল্লেখ্য, এর আগে হরিশ্চন্দ্রপুর চক্রের খিজিরিয়া বাংরুয়া প্রাথমিক বিদ্যালয়ের চুরির ঘটনা ঘটেছি। এদিন ফের শিক্ষাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page